শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন আহত 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন আহত 

হবিগঞ্জের মাধবপুরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার (৬ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আহত ৫ জনের মধ্যে চালক রুবেল মিয়া (৪০), মোজাম্মেলের (২৮) অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ও মোজাম্মেলের বাড়ি আশুগঞ্জ উপজেলায়। 

অপর আহতরা হলেন, একই জেলার চালকের সহকারী রায়হান (৩০), রিফাত (১৮) ও শামীম (২৬)। মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনায় কবলিত ট্রাক থেকে ৫ জনকে উদ্ধার করে। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হক জানান, আহত ২ চালকের অবস্থা খুবই আশংকাজনক। তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রোববার (৬ আগস্ট) উপজেলার মীরনগর নামক স্থানে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও চালকের সহকারীরা গাড়িতে আটকে পড়ে গুরুতর আহত হয়। 

পরে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় গাড়ির লোহার বিভিন্ন অংশ কেটে তাদেরকে বের করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। 

টিএইচ